রাকিব হাসানঃ রাইজিং ক্রিকেট একাডেমী আয়োজিত ইয়াং টাইগার্স একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর সপ্তম খেলায় মুখোমুখি হয় রাইজিং ক্রিকেট একাডেমী সৈয়দপুর ও ক্লেমন ক্রিকেট একাডেমী দিনাজপুর।
আজ সোমবান (২১ অক্টোবর) স্থানীয় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে রাইজিং ক্রিকেট একাডেমী। ব্যাট হাতে ৪০ রান করে তিতাস। ক্লেমনের পক্ষে ৫ উইকেট করে নেয় সাদ।
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ১৫০ রানে অল আউট হয় ক্লেমন ক্রিকেট একাডেমী। ফলে ৬ রানের জয় পায় রাইজিং । ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয় মাজেদুল।
উক্ত ম্যাচে মাজেদুলের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন ক্রিকেটার জায়েদি
উল্লেখ রংপুর বিভাগের ১৬ টি একাডেমী নিয়ে টুর্নামেন্টটি ১৪ অক্টোবর মাঠে গড়ায়।