এস এম সালমান হৃদয়, বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দিতে রবিবার দুপুরে সারিয়াকান্দি কলেজের আয়োজনে নব-নির্বাচিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুনজুর মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন সারিয়াকান্দি কলেজের নব-নির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট নূর-এ আজম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ তহিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, লিখন কুমার সাহা, হাবিবুর রহমান, তাজমেরী সুলতানা, আ হ ম আব্দুর রউফ, আনিছুর রহমান, ফারজানা রাজ্জাক প্রমুখ।