বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে মানব বন্ধন – Heart To Heart

বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবীতে মানব বন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 20, 2024

এস এম সালমান হৃদয়, বগুড়া

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে স্ব-স্ব- পদ হতে অপসারণ না করার দাবীতে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত।
বগুড়া সদর উপজেলা পরিষদের সকল ইউনিয় পরিষদের সদস্যদের আয়োজনে উপজলা পরিষদ চত্বরে আয়োজীত ফাঁপোড় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিনের সভপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ রাজ্জাক, নুর আলম, রানা, তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রুবেল উদ্দিন, হাফিজার রহমান,মোবারক হোসেন, জিন্নাহ মিয়া, আঃ মান্নান, জাফর, মুন্টু, মাফুজার,নান্টু, সোহেল রানা, সেকেন্দার আলী, তাজুল,সনি বেগম, রানীমা প্রমূখ। বক্তাগণ বলেন, জনগনের সেবার দায়িত্ব নিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। বাকী যে কয়দিন সময় রয়েছে সে কয়দিনের জন্য আমাদেরকে অপসারণ না করে স্ব স্ব পদে দায়িত্ব পলনের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি।,