এস এম সালমান হৃদয় বগুড়াঃ
রোববার দুপুরে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে ২”শ ১২ জন উপকারভোগীদের মাঝে ভিডব্ল্বিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
উক্ত ভিডব্ল্বিউবির চাল বিতরণ করেন পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পাইকড় ইউ পির সচিব মো. তাজুল ইসলাম, পাইকড় ইউ পি সদস্য খোরশেদ আলী ঘটু, হালিমা বিবি, নাজমা বেগম, জাকিয়া সুলতানা, আলী নুর আহসান পাপ্পু, হারুন আর রশিদ, আব্দুল হাকিম কাফি, আব্দুল বাছেদ, হায়দার আলী, বাবর আলী, মোজাম্মেল হক মুন্সি, মানিক উদ্দিন, সাবেক ইউ পি সদস্য কাজী সরোয়ার হোসেন, ওমর আলী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।