এস এম সালমান হৃদয়, বগুড়াঃ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বগুড়া কোট আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা আসামিরা হলেন, শাহজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামের দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম রনি (২৯) ও বজলু মোল্লার ছেলে মুশফিকুর রহমান মনির (২২)। গ্রেফতারকৃত রবিউল ইসলাম রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাসহ মোট ৪টি মামলা।
থানার ওসি ওয়াদুদ আলম জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় যৌথ বাহিনীর একটি দল ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের হেফাজতে থাকা দেশীয় ৮টি ধারালো অস্ত্র উদ্ধার। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা দায়ের পরে বৃহস্পতিবার আসামিদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়।