ভারতে কৃষ্ণসার হরিণ হত্যার জের ধরে ধরে ভারতের ভাইজান খ্যাত সালমান খানকে হত্যার হুমকি।
গত এপ্রিলেও অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং দলের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের কিছু সদস্য।
কিছুদিন আগে খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক, যানা যায় তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের কাছে এসেছিলেন।
অর্থাৎ এ নায়ককে হত্যার আগে থামতে চায় না এ গ্যাং দলটি।
কিন্তু ফের নতুন করে আবারও এক হুমকি এসেছে, বার্তায় বলা হয়েছে ৫ কোটি টাকা না দিলে তার পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো।
এমন হুমকিতে সম্প্রতি হাতে আসে মুম্বাই পুলিশের কাছে। আর সেই হুমকি বার্তা পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। হুমকি কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোইরা আছে কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে।
যদি সালমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে।’
এই বিষয়ে মুম্বাই পুলিশ জানায়, এই খুনের পেছনেও রয়েছে লরেন্স বিষ্ণোইদের হাত। বাবা সিদ্দিকির সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সালমানের। তার জন্যই শাহরুখ খানের সঙ্গে মিটমাট হয়েছিল সালমানের। বিভিন্ন সমস্যায় বি-টাউনে প্রায়ই অনেক সমস্যার সমাধান করেছেন বাবা সিদ্দিক। প্রতি বছর ইফতারে পার্টির আয়োজনও করতেন এই প্রাক্তন কংগ্রেস নেতা।
গত বুধবার সালমানকে খুনের ছক কষার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে একজনকে আটক করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ব্যক্তি বিষ্ণোই দলের সদস্য।