এস এম সালমান হৃদয় বগুড়াঃ
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ও কর্মীসহ ০২ (দুই) জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৯/১০/২০২৪ তারিখ ভোর ০৬.০০ ঘটিকার সময় ধৃত আসামী ১। আবুল বাশার মানিক(৪০), (সেক্রেটারি, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ) ও ২। লিটন (৩৮), উভয় পিতা-মৃত সোলায়মান আলী, সাং-কদিমপাড়া, থানা ও জেলা-বগুড়াদ্বয়কে তাদের নিজ বসত বাড়ি হইতে বগুড়া জেলার বগুড়া সদর থানার এফআইআর নং-৩৫, তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৮০১, তারিখ-১১ সেপ্টেম্বর, ২০২৪; সময়-১৬.১৫ ঘটিকা ধারা-302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।