বগুড়ার শিবগঞ্জে দুই চাঁদাবাজ কে গ্রেপ্তার করেছে পুলিশ – Heart To Heart

বগুড়ার শিবগঞ্জে দুই চাঁদাবাজ কে গ্রেপ্তার করেছে পুলিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 21, 2024

 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভা মোড়ে অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
২১ অক্টোবর দুপুরে এ অভিযান চালানো হয় বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহিনুর রহমান ও তারাজুল ইসলাম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, সাম্প্রতিক সময়ে শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় সংক্রান্ত অভিযোগের থানা পুলিশ এ ব্যবস্হা নেয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন, শিবগঞ্জে কোন চাঁদাবাজের স্হান নেই। বিএনপির পক্ষ থেকে সকল চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল। ভবিষ্যতে এ উপজেলায় কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে বিএনপির পক্ষ থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।