এস এম সালমান হৃদয় বগুড়াঃ
বগুড়া গাবতলী উপজেলার নাড়ুয়ামালা মোবাইল নিয়ে দ্বন্দ্বের জেরে জবাই করে হত্যা। স্থানীয় লোকজন হত্যাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায়, গাবতলী উপজেলার নারুয়ামালা নামক এলাকায়।
একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে
মোবাস্বীর হোসেন (১২) মাদরাসার ছাত্র, হত্যাকারী জেঠাত বড় ভাই নাবিল হোসেন (১৮) সেলিম হোসেনের ছেলে, চাচাতো জেঠাত ভাই।
স্থানীয়রা জানায় ঘটনার দিন চাচাতো ছোট ভাই মোবাস্বীর জেঠাত বড় ভাই নাবিলের মোবাইল ফোন তাকে নাবলে নিয়ে খেলা করছিল, ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারালো বার্মিজ চাকু দিয়ে নিজঘরে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে।
ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে গাবতলী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনার স্থানে গিয়ে ঘাতক নাবিল কে আটক করে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, জেঠাত ভাই নাবিল, তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যার প্রকৃত কারন উদঘা করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।