আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রাসেল মন্ডল , সাধারণ সম্পাদক মিন্টু খাঁন – Heart To Heart

আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রাসেল মন্ডল , সাধারণ সম্পাদক মিন্টু খাঁন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 25, 2024

এস এম সালমান হৃদয়ঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া এর ত্রি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মো. রাসেল মন্ডল (মোবাইল ) প্রতীকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. মিন্টু খাঁন (হরিণ) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) চারমাথা ভবের বাজার সংগঠন কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর( ২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হান্নান মাসুদ ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- কার্য্যকারী সহ-সভাপতি ইজান আলী (কাচি ), সহ-সভাপতি : মোঃ দুলাল মিয়া(তালা),
মোঃ শাজাহান আলী (কলস) ও মোঃ রেজাউল করিম রুম্মন (র্র্যাকেট) সহ-সাধারণ সম্পাদক পদে মো. সেলিম খন্দকার (বাইসাইকেল ),আব্দুল আজিজ(হুপ) ও কামরুল ইসলাম , (রিক্সা ), কোষাধ্যক্ষ পদে জাহিদুর ইসলাম (উট), সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন (টায়ার ), প্রচার সম্পাদক পদে মাকসুদুর রহমান মাসুদ (হাঁস), ক্রীড়া সম্পাদক পদে মো. দেলওয়ার হোসেন দিব্বর (তবলা), দপ্তর সম্পাদক পদে মোঃ আতাউর রহমান ভাগ্নে (ময়ূরপঙ্খি ),ধর্মীয় সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজু (তাসবি) সড়ক সম্পাদক মোঃ সাজেদুর রহমান সাজু(ফুটবল), রেজাউল করিম (পানিজাহাজ)সমাজ কল্যাণ সম্পাদক :মোঃ মুক্তার মোল্লা (ব্যালচ্চা)

সদস্য পদে আব্দুল মতিন ফকির (হুক্কা ), আনোয়ার হোসেন (মিনার ), দুলাল মিয়া (হাতি), মোঃ শাহ জামাল হোসেন জামাল (মোড়গ ),মহিদুল ইসলাম নুর(ঠেলাগাড়ি) জাহের উদ্দিন ফকির (একতারা), নিলু (পাঞ্জাবি ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হান্নান মাসুদ , আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া – এর ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।।